যুক্তরাষ্ট্রে সাত কোটি টাকার বৃত্তি পেলেন নোবিপ্রবির দুই শিক্ষার্থী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের অগাস্টা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়ে প্রায় সাত কোটি টাকার সমমূল্যের পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের এই দুই শিক্ষার্থী হলেন— কুমকুম কর (শিক্ষাবর্ষ ২০১২-১৩) এবং ফারিয়া মেহজাবীন শুচি (শিক্ষাবর্ষ ২০১৫-১৬)।
তারা দুজনই যুক্তরাষ্ট্রের অগাস্টা ইউনিভার্সিটিতে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
প্রতিজন শিক্ষার্থী বছরে স্টাইপেন্ড হিসেবে ৩১ হাজার মার্কিন ডলার এবং টিউশন ও স্বাস্থ্য বীমা বাবদ ৪৪ হাজার ৩১৮ ডলার করে পাবেন। চার বছর মেয়াদে এই বৃত্তির বাংলাদেশি মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
এই সাফল্যে কুমকুম কর বলেন, ‘পিএইচডি অফার পাওয়া ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। অধ্যাপকদের সহায়তা ও নিজের চেষ্টায় তা বাস্তব হয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞ ড. মুরাদ হোসাইন, ড. মো. মফিজুল ইসলাম, মো. শাহাদাৎ হোসাইন ও ড. ধীরেন্দ্র নাথ বর্মন স্যারের প্রতি।’
তিনি আরও জানান, অগাস্টা ইউনিভার্সিটির পাশাপাশি তিনি ওয়েন স্টেট ইউনিভার্সিটি এবং লুইজিয়ানা হেলথ সায়েন্স সেন্টার, শ্রেভেপোর্ট থেকেও পূর্ণাঙ্গ পিএইচডি অফার পেয়েছেন।
বিজিই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম বলেন, ‘এটা শুধু কুমকুম ও শুচির অর্জন নয়, পুরো বিভাগের জন্য গর্বের। আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য আন্তর্জাতিক পরিসর। অনেকেই যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, কোরিয়া ও কানাডায় পূর্ণ বৃত্তি নিয়ে গবেষণায় যাচ্ছে। এই অর্জন জুনিয়রদের জন্য অনুপ্রেরণার।’
শিক্ষার্থীদের এমন অর্জনে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ ছড়িয়ে পড়েছে।