জকসু নির্বাচন ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহে নির্বাচন ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
নির্বাচন সামনে রেখে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রার্থীরা জোরদার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর অংশ হিসেবে ছাত্রদল মনোনীত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসে ধারাবাহিকভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।
প্রচার কার্যক্রমের সময় প্যানেলটির কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ইমরান হাসান ইমন বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেল বিজয়ী হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন হবে।
এদিকে, জকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহে ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।