পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি (বরিশাল বিভাগীয় মনিটরিং টিম) হাজী নাসির উদ্দিন মোল্লা, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাদিম শেখ, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম শিকদার সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গুপ্ত সংগঠন। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলসহ দেশের সকল জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।