একটা লাশ পড়লে আমরা একটা লাশ নেব: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম বলেছেন, ‘আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু একটা লাশ নেব। কোনো সুশীলতা করে লাভ নেই। ’
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে
আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে মাহফুজ আলম বলেন,
‘অতীতে সংযম দেখানোর সুযোগ নিয়েই প্রতিপক্ষ আরও সাহসী হয়েছে। আমাদের অনিরাপদ করলে বাংলাদেশে ভারত ও ভিনদেশের স্বার্থ রক্ষাকারীদের
নিরাপদে থাকতে দেওয়া হবে না। ’ তিনি সতর্ক করে বলেন, দেশের ভেতরের রাজনৈতিক দ্বন্দ্ব
বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা থাকলে মুক্তির লড়াইও দেশের বাইরে ছড়িয়ে পড়তে পারে।
মাহফুজ আলম আরও বলেন, রাজনৈতিক
সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হওয়া জরুরি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একদিকে বিচারপ্রক্রিয়া
চললেও অন্যদিকে আইনের ফাঁকফোকর ব্যবহার করে সংশ্লিষ্টরা দেশের বাইরে গিয়ে আশ্রয় নিতে
পারে—এ ধরনের পরিস্থিতি তারা মেনে নেবেন না। বক্তব্যের একপর্যায়ে তিনি আন্দোলনকারীদের ওপর হামলা-নির্যাতনের
বিরুদ্ধে কঠিন অবস্থানের ইঙ্গিত দেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের
মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পুরানা পল্টনের বক্স
কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন।