একসাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন চট্টগ্রামের এক নারী
১০ বছর ধরে নিঃসন্তান ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার অ্যানি আক্তার (ছদ্মনাম)। এ সময় বহুবার দৌড়াদৌড়ি করেছেন চিকিৎসকের চেম্বারে। কিন্তু ফিরেছেন ব্যর্থ হয়ে।
অবশেষে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন তিনি। এর মধ্যে তিনজন মেয়ে ও দুইজন ছেলে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর পিপলস হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দেন অ্যানি আক্তার।
চিকিৎসকের পরামর্শে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতি ব্যবহার করেন। বর্তমানে নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন শিশুগুলো।
রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন সুমি জানান, ইনফার্টিলিটি বিষয়টা নিয়ে কাজ করি। এমন অনেকে আছেন সন্তানের মা ডাক শুনতে পারেন না। এই নারীও তাদেররই একজন। যখন আমার কাছে আসেন তখন তাদের কান্না দেখেছি। সংসার ভেঙে যাওয়ারও অবস্থা হয়েছিল। আর্থিকভাবে তারা অসচ্ছল। কষ্ট করে চিকিৎসার ব্যয় মিটিয়েছেন।
তিনি আরও বলেন, পাঁচ শিশুর মধ্যে তিন শিশুর যথাক্রমে- এক কেজি ছয়শ, এক কেজি পাঁচশ, এক কেজি চারশো ওজন হয়েছে। বাকি দুই কন্যা শিশুর ওজন কিছুটা কম। এক কেজি করে। এক সঙ্গে পাঁচ শিশুর জন্ম ব্যতিক্রমী একটি ঘটনা। সন্তান জন্মদানকারী মা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।
ওই নারীর স্বামী সাতকানিয়ায় ছোট-খাটো ব্যবসার সঙ্গে জড়িত। নিম্ন আয়ের হওয়ায় সন্তানদের চিকিৎসার খরচ বহন করা কিছুটা চিন্তার কারণ হলেও দীর্ঘ দিন পর একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে খুশি পরিবারের সদস্যরা।
নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে শিশুদের জন্ম হলেও বর্তমানে পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন। তবে ৭২ ঘণ্টা অবজারভেশনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।