মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা কুড়িগ্রামে বিক্ষোভ

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবী এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ঘোষপাড়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে সমাবেশ করে।
এখানে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সাদিকুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, আপনারা যে দলের হন বিএনপি হন আর যুবদল হন দেখার সময় নাই। ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে ছিল থাকবে।
সরকারকে ইঙ্গিত করে বলেন, আপনারা যদি চাদাবাজদের ধরতে না পারেন। তাহলে আমরা ছাত্ররা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো।
একই ঘটনায় বিক্ষোভ হয়ে নাগেশ্বরীতেও। বিকেল ৩টায় কলেজ মোড় থেকে মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড ঘুড়ে সমাবেশ করে। এছাড়াও রাজারহাট, রৌমারী ও ফুলবাড়ীতেও বিক্ষোভ করেছে ছাত্ররা।