জুলাই শহীদদের স্মরণে ৮৬৪ স্থানে স্থাপন হবে স্মারক ফলক: উপদেষ্টা ফারুক-ই-আজম

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে স্মৃতি ফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, "যেখানে যেখানে শহীদরা প্রাণ দিয়েছেন, সেখানে ফলক স্থাপন করা হবে। তাদের স্মরণ শুধু নয়, হত্যার বিচারও দ্রুততর করার জন্য সরকার তথ্যভিত্তিক তদন্ত করছে। আমরা কোনো ক্যাঙ্গারু কোর্ট চাই না—স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুর ছিল আন্দোলনের প্রধান কেন্দ্র। জেলার ১৫ শহীদের মধ্যে ৮ জনই প্রাণ হারিয়েছেন এ দুটি এলাকায়। তাদের স্মরণে বহদ্দারহাটে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজ শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
পরে উপদেষ্টা মুরাদপুরেও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণকাজ উদ্বোধন করেন এবং নগরীর পাঁচলাইশ এলাকার 'জুলাই উদ্যান'-এ শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ পরিদর্শন করেন।