তৃতীয়বারের মতো পরিবর্তন, ১১ জুলাই শুরু সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ১-১১ জুলাইয়ের পরিবর্তে টুর্নামেন্টটি এবার শুরু হবে ১১ জুলাই, চলবে ২১ জুলাই পর্যন্ত। এটি নিয়ে তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো এই বয়সভিত্তিক টুর্নামেন্টের সময়সূচি।
সাফের নির্ধারিত প্রথম সূচি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর তা পেছানো হয় জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে এবার এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব এবং জাতীয় দলের শিডিউলের সাথে সমন্বয় করেই আরও দশ দিন পিছিয়ে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করে বলেন,
"জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত নারী এশিয়ান কাপের বাছাইপর্ব চলবে। সিনিয়র দলের অনেকেই বয়সভিত্তিক দলেও রয়েছে। শুধু বাংলাদেশ নয়, অন্য দেশগুলোরও একই অবস্থা। তাই সাফ কর্তৃপক্ষ সময় পিছিয়ে দিয়েছে।"
স্বাগতিক হলেও বাংলাদেশ এখনো এই টুর্নামেন্টের চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করতে পারেনি। অতীতে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও স্টেডিয়ামটি বর্তমানে সংস্কারাধীন।
ফলে বিকল্প ভেন্যু হিসেবে বাফুফের ভাবনায় রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা, বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম। বাফুফে জানিয়েছে, মে মাসের মধ্যেই ভেন্যু চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর, যেখানে বাংলাদেশ এর আগেও শিরোপা জিতেছে।