রাজনৈতিক বিবাদের নতুন রঙ: রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লাহর কথার লড়াই!

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে কথার লড়াই নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ হিসেবে আখ্যায়িত করেন।
রুমিন ফারহানা বলেন, “‘ফকিন্নির বাচ্চা’ মানে কারো গরিব হওয়া নয়, বরং চিন্তা-ভাবনার মধ্যে নিম্নস্তরের কিছু মানসিকতা কাজ করা। হাসনাত ও তার দলের ভাষা এমন বস্তিবাসী স্টাইলের। এ ধরনের ভাষা রাজনৈতিক আক্রমণ ও স্লোগান দিতে ব্যবহৃত হয়।” তিনি আরও বলেন, “যে ভাষায় তারা রাজনীতি করে, তা সরাসরি বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যা বলেছি, তার সঙ্গে প্রমাণসহ দেখানো ছবি মিলিয়ে বিচার করা সম্ভব।”
রুমিন ফারহানা সামাজিক যোগাযোগমাধ্যমেও হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার ছবি ও প্রমাণ পোস্ট করেছেন। এ ঘটনা রাজনৈতিক মহলে ও ফেসবুকে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রুমিন ফারহানা বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসন-৫০ থেকে একাদশ জাতীয় সংসদে সদস্য ছিলেন। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তার রাজনৈতিক প্রভাব রয়েছে।