ঢাবির হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ!

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে লড়বেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন, আর একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
কোন হলে কতজন প্রার্থী:
১. শহীদুল্লাহ হল: ৫৯
২. বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৩১
৩. সলিমুল্লাহ মুসলিম হল: ৬২
৪. জগন্নাথ হল: ৫৫
৫. ফজলুল হক মুসলিম হল: ৫৮
৬. শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৭৫
৭. রোকেয়া হল: ৪৫
৮. সূর্য সেন হল: ৭৫
৯. হাজী মুহসীন হল: ৬০
১০. শামসুন নাহার হল: ৩৫
১১. কবি জসীমউদ্দীন হল: ৬৮
১২. মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৩
১৩. শেখ মুজিবুর রহমান হল: ৫৯
১৪. শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৩৬
১৫. অমর একুশে হল: ৭৬
১৬. কবি সুফিয়া কামাল হল: ৩৮
১৭. বিজয় একাত্তর হল: ৬৮
১৮. স্যার এ এফ রহমান হল: ৬২
প্রার্থিতা প্রত্যাহারকারীদের সংখ্যা:
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৬, কবি সুফিয়া কামাল হলে ২, ফজলুল হক মুসলিম হলে ৬, অমর একুশে হলে ৫, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫, কবি জসীমউদ্দীন হলে ১, হাজী মুহসীন হলে ৫, শহীদুল্লাহ হলে ১১, স্যার এ এফ রহমান হলে ৫, সূর্য সেন হলে ৪, বিজয় একাত্তর হলে ৯, শেখ মুজিবুর রহমান হলে ৯, জগন্নাথ হলে ৪ এবং শামসুন নাহার হলে ১ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
গণ-অভ্যুত্থানের পর এবার অনেকটাই ভয়হীন ও উৎসবমুখর পরিবেশে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।