দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির রুহুল কবির রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রংপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত রক্তদান অনুষ্ঠানে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা কি তাদের ভুলে যাব যারা রক্ত দিয়ে আমাদের নতুন বাংলাদেশ এনে দিয়েছে?—আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের কথা স্মরণ করে তিনি বললেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদের যন্ত্রণায় কোনো তরুণ নিরাপদ ছিল না।
রিজভী আরও বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্য অপরিহার্য, নাহলে স্বৈরশাসকরা আবার ফিরে আসবে। তিনি গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে এসব অব্যাহত থাকলে দেশের জন্য বড় বিপদ হবে বলেও সতর্ক করেন।
এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচনের সমালোচনা করে বলেন, এতে দলীয় এমপি নির্বাচন বাড়বে এবং স্বৈরশাসক তৈরির পথ সুগম হবে।
অনুষ্ঠানে রংপুরের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।