উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই (F-7 BGI) মডেলের প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এলাকায় বিধ্বস্ত হয়।
জানা গেছে, বিমানে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন। দুর্ঘটনায় তিনি কীভাবে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষের ভিড় জমে যায়। দ্রুতই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং নিরাপত্তা নিশ্চিত করেন।
বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।