চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপির পিএস গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মো. নদভী'র ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (১২ জুলাই) রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল উদ্দীন সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সহ-সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন: “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।”