জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত

পিলখানা বিদ্রোহ–সম্পর্কিত সত্য উদঘাটন ও ষড়যন্ত্রের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ এবং তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে সরকার।
সোমবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ অনুযায়ী গঠিত কমিশনের মেয়াদ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। এই সময়ের মধ্যে কমিশনকে তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। নতুন এই সময়সীমা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৭৪ জন—including ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। জাতির ইতিহাসের এই ভয়াবহ ঘটনায় দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং প্রকৃত ঘটনা উন্মোচনের লক্ষ্যে সরকার ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ৪২৪ নম্বর আইন জারি করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে।