গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনীর - লুৎফর রহমান

নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব- এ কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, রাষ্ট্রের নিরাপত্তার ওপর ভরসা রেখেই আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম। শুরুতেই যদি আইনশৃঙ্খলা বাহিনী ব্যাথতার পরিচয় না দিয়ে, দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে আমরা নির্বিঘ্নে পথসভা শেষ করতে পারতাম। এর আগেও সারাদেশে নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্তভাবে পথসভা করেছি। যে জেলায় গিয়েছি, সেখানকার মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছে।
সেই ধারাবাহিকতায় পূর্বঘোষণা অনুযায়ী আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম। কিন্তু সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর দায় অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর। একটি রাজনৈতিক দল হিসেবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম।
একইভাবে জামালপুরে যাঁরা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তাঁদেরও জানানো হয়েছে। আমাদের এই পথসভা নিয়ে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমরা আশা করি, জামালপুরেও নির্বিঘ্নে আমাদের এই কর্মসূচি সম্পন্ন করতে পারব।
তিনি আরও বলেন, আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই প্রশাসনকে জানিয়েছিলাম। জামালপুরেও প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আশা করি, জামালপুরে কর্মসূচি নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিতে অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ২৮ জুলাই শহরে পদযাত্রা ও পথসভায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
২৭ জুলাই রাতে নেতারা জামালপুরে পৌঁছে বিভিন্ন স্থানে মতবিনিময় করবেন। পরদিন সকাল ১১টায় শহরে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারী মোড়ে পথসভায় শেষ হবে। সেখানে দেশ গঠনে জনগণের অংশগ্রহণ, সম্প্রীতি ও ন্যায়ের বার্তা তুলে ধরা হবে।