ময়মনসিংহে সেপটিক ট্যাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধান করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, সকাল উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে গন্ধ বের হচ্ছিল। পরে দুপুরের দিকে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও হত্যার পর এই সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখে গেছে। তবে, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়। এই ঘটনায় জড়িতদের চিন্হিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।