গাজায় আগ্রাসন মানবিকতার সব সীমা ছাড়িয়েছে: হিজবুল্লাহ

গাজা উপত্যকায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন মানবিক ও নৈতিকতার সব মানদণ্ডকে অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছেন, একসময় ফিলিস্তিনি জনগণের সর্বসম্মত সমর্থনের মুখে যুক্তরাষ্ট্র বাধ্য হবে চাপের কাছে নতি স্বীকার করতে এবং ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে।
গত মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে হিজবুল্লাহ মহাসচিব বলেন, “গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বর আগ্রাসন চলছে—তা গণহত্যা, অনাহার ও হত্যাকাণ্ডের মাধ্যমে সমস্ত মানবিক ও নৈতিক মানকে ছাড়িয়ে গেছে।”
তিনি আরও বলেন, “এই আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা শুধু উদ্বেগজনকই নয়, বরং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।”
বিবৃতিতে নাঈম কাসেম আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং গাজাবাসীদের মৌলিক মানবিক সহায়তায় একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, “নিপীড়করা সফল হবে না। আল্লাহর ইচ্ছায়, ইসরাইলের এই বর্বরতা ও একগুঁয়েমি তাদের চূড়ান্ত পতনের ভিত গড়ে দেবে।”