গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত; বিতর্কে জড়ালো আমেরিকা-সমর্থিত জিএইচএফ

গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৭০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে শনিবার (৫ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর বিতরণ কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৭৪৩ এবং আহতের সংখ্যা ৪৮৯১ ছাড়িয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওই কেন্দ্রগুলোতে খাদ্য সংগ্রহ করতে আসা মানুষদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে জিএইচএফ, যারা নিজেকে ‘নিরাপত্তা সচেতন’ দাবি করে এই অভিযোগ অস্বীকার করেছে।
গাজার অবরোধ এবং খাদ্য সংকটের মধ্যে ক্ষুধার্ত মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছেন। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, “অনেক পরিবার একেবারেই খেতে পারছে না, মায়েরা সন্তানদের জন্য নিজে খাওয়া বাদ দিচ্ছেন।”
জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জিএইচএফের কার্যক্রম বন্ধের দাবি তুলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্রকল্পকে ‘অমানবিক ও প্রাণঘাতী সশস্ত্র পরিকল্পনা’ আখ্যা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন অবশ্য জিএইচএফকে সমর্থন জানিয়েছে এবং জুন মাসে সংস্থাটিকে ৩০ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শনিবার (৫ জুলাই )একটি হামলায় জিএইচএফের দুই মার্কিন কর্মী আহত হয়েছেন, তবে হামলার দায়ী পক্ষ এখনও নির্ধারণ করা যায়নি।