ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি: আরেকটি ভুল করলে ধ্বংসাত্মক প্রতিশোধ

ইসরাইল যদি আবার কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে “শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ”— এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুর রহিম মুসাভি।
শুক্রবার (৪ জুলাই) তেহরানে আয়োজিত প্রয়াত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামির স্মরণসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর ইরানি সংবাদ সংস্থা মেহের-এর।
জেনারেল মুসাভি বলেন, “ইসরাইলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম নির্দেশ অনুসারে প্রতিশোধের একটি পরিকল্পনা তৈরি করা হয়। যুদ্ধবিরতির কারণে সেটি আপাতত স্থগিত রয়েছে। তবে পরিকল্পনাটি তাৎক্ষণিক প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত।”
তিনি আরও বলেন, “ইসরাইল যদি আবার কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে আমাদের জবাব হবে অপ্রত্যাশিত ও ধ্বংসাত্মক।”
প্রয়াত কমান্ডার হোসেইন সালামিকে ‘আদর্শ’ নেতা হিসেবে উল্লেখ করে মুসাভি বলেন, “তার সাহস, দৃঢ়তা ও সম্মুখসারিতে নির্ভীক উপস্থিতি ছিল তাঁর জীবনের প্রতিচ্ছবি— যা তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রেখেছিলেন।”
তিনি বলেন, “শত্রুদের কাছে তিনি ছিলেন ভয়হীন এবং অবিচল। আর বন্ধু ও সহকর্মীদের কাছে ছিলেন ভদ্র, মার্জিত ও প্রেরণাদায়ী।”
স্মরণসভায় উপস্থিত জনতার উদ্দেশে ইরানি সেনাপ্রধান বলেন, “আপনারা এমন একটি জাতি, যারা অন্য কারও মতো নয়। ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আপনারা শত্রুদের বারবার পিছু হটতে এবং হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন।”