মার্কিন নিষেধাজ্ঞাকে ‘জঘন্য’ বললেন জাতিসংঘ দূত আলবানিজ

জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েল পরিচালিত ‘গণহত্যার’ বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, এ ধরনের পদক্ষেপ তাকে নীরব করতে পারবে না। বরং তিনি আরও সোচ্চার হবেন।
তিনি বলেন, “এটি এক ধরনের মাফিয়াচক্রের ভয় দেখানোর কৌশল। মানুষ তখনই ভয় পায়, যখন তারা এসব বিষয়ে জড়িত হতে চায় না। আমি ন্যায়বিচারের সাধনায় রয়েছি এবং সেই পথেই থাকব।”
আলবানিজ জানান, ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের প্রতি তার অঙ্গীকারকে দমিয়ে রাখতে পারবে না। “আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, এই নিষেধাজ্ঞার পেছনের কারণই হলো ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়াস। হ্যাঁ, আমি ইসরায়েলকে সমালোচনা করেছি। কারণ তারা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ করছে,” বলেন তিনি।
এর আগে স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান’ পরিচালনা করছেন।
আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূত হিসেবে আলবানিজ দীর্ঘদিন ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন এবং আন্তর্জাতিক পরিসরে একজন স্পষ্টবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
তবে ইসরায়েল ও তার মিত্ররা অনেক দিন ধরেই তার সমালোচনা করে আসছে এবং জাতিসংঘ থেকে তাকে অপসারণের দাবি জানিয়ে আসছে।