যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ২৪ শিক্ষার্থী নিহত, ২৫ নিখোঁজ

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে হঠাৎ এই ভয়াবহ বন্যা আঘাত হানে, যার ফলে নদীর তীর ও আশপাশের এলাকা থেকে এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ২৫ জন এখনো নিখোঁজ রয়েছে।
নিহত ও নিখোঁজরা সবাই মেয়েরা, যারা স্কুল-কলেজের শিক্ষার্থী। কয়েক দিন আগে প্রায় ৮০০ কিশোরী ও তরুণী গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিতে গুয়াদালুপে নদীর দুই তীরে আসেন। এই ক্যাম্পটি শুধুমাত্র মেয়েদের জন্য অনুষ্ঠিত হয়।
টেক্সাসের উপ গভর্নর ড্যান প্যাট্রিক জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়। উদ্ধার কাজ চলছে, যেখানে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ৯টি উদ্ধারকারী দল এবং ৫০০ কর্মী নিখোঁজদের সন্ধানে কাজ করছে। তিনি আশঙ্কা করেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ঘটনাস্থল ক্যাম্প মিস্টিক নামে পরিচিত, যা ১৯২৬ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্প এবং কেবল মেয়েদের জন্য। এটি কারভিল শহর থেকে ১৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে মধ্য ও দক্ষিণ টেক্সাসের অনেক সড়ক বন্ধ রয়েছে, ফলে অনেক অভিভাবক এখনও ক্যাম্পে পৌঁছাতে পারেননি।