শিকাগোর ডাউনটাউনে বন্দুকধারীর গুলিতে ৪ নিহত, ১৪ আহত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি লাউঞ্জের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিকাগোর রিভার নর্থ এলাকার শিকাগো অ্যাভিনিউতে চলন্ত একটি গাড়ি থেকে জনতার ওপর গুলি চালানো হয়। নিহতদের মধ্যে ২ নারী ও ২ পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ১৩ নারী ও ৫ পুরুষ আছেন, যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।