যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর জ্বালানি বাজারে উত্তেজনা, তেলের দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে। সপ্তাহের প্রথম লেনদেনেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ ডলারের ওপরে উঠে গেছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রেন্ট ক্রুড অয়েল, যা বিশ্ববাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে বিবেচিত, তার এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাকে।
বিশ্লেষকদের মতে, মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে সরবরাহ চেইন বিঘ্নিত হতে পারে—এমন উদ্বেগই বাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আলোচনা এই উদ্বেগ আরও তীব্র করে তুলেছে। উল্লেখযোগ্য যে, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক চতুর্থাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়।
যদি এই পথটি আসলেই বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে যাবে এবং চীন, ভারত, জাপানের মতো প্রধান আমদানিকারক দেশগুলোর ওপর সরাসরি বিরূপ প্রভাব ফেলবে।
এদিকে, এশিয়ার শেয়ারবাজারগুলোও খুব শিগগিরই খোলার কথা, যেখানে একই ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।