বাকৃবিতে নতুন দুই ইনস্টিটিউটের যাত্রা শুরু, স্নাতকে ভর্তি আগামী শিক্ষাবর্ষেই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দুইটি ইনস্টিটিউট। ইনস্টিটিউট দুইটি হলো- ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ইনস্টিটিউট দুইটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. এম. মুজিবর রহমান, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকগণসহ স্নাতকোত্তর শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দুই দশকের বেশি সময় ধরে অপেক্ষমাণ ইনস্টিটিউট দুটি অবশেষে যাত্রা শুরু করল। আমি আশা রাখি, বৈশ্বিক প্রেক্ষাপটে ইনস্টিটিউট দুটি গবেষণা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে ইনস্টিটিউট দুটির আনুষ্ঠানিক যাত্রার পরবর্তী পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট পরিচালকরা।
ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন জানান, চার বছর মেয়াদি কোর্সে পরিবেশের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনাও থাকবে। এজন্য চার সদস্যের কারিকুলাম কমিটি কাজ করছে, যারা বিদেশি মডেল পর্যালোচনা করছেন। সেমিনারের মাধ্যমে চূড়ান্ত হবে, যাতে বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন।
বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, শুরুতে ২৫-৩০ জন শিক্ষার্থী নিয়ে স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে এর সম্ভাবনা রয়েছে এবং একটি যুগোপযোগী কারিকুলাম দ্রুত চূড়ান্ত হবে।
উল্লেখ্য, এর আগে বায়োটেকনোলজি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ দুটি কৃষি অনুষদের অন্তর্ভুক্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় প্রশাসনিক অনুমোদনের পর এগুলোকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা হয়। আজকের উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু হলো। তাছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলেও নিশ্চিত করেছেন দুই ইনস্টিটিউটের পরিচালক।