উত্তরার মাইলস্টোন কলেজে ক্লাস শুরুর তারিখ পিছিয়ে ২ আগস্ট পর্যন্ত

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরুর তারিখ আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুলাই) বিকেলে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। এজন্য ছুটি বাড়ানো হয়েছে। তবে এই সময়ে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম বলেন, দিয়াবাড়ি ক্যাম্পাস আগামী ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতি অনুকূলে আসলেই দ্রুত ক্লাস শুরু হবে।
গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর **বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহতএবং দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।
ঘটনার পরপরই কলেজে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ছুটি বাড়িয়ে ২৭ জুলাই পর্যন্ত করা হয়েছিল। আজ তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে ২ আগস্টপর্যন্ত ঘোষণা করা হলো।
দুর্ঘটনার সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা চরম আতঙ্কে পড়েছিল। তাই তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস চালু করা হবে না বলে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনায় হতাহতদের তথ্য জানাতে কলেজ প্রাঙ্গণে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে , যেখান থেকে প্রতিদিন সর্বশেষ তথ্য হালনাগাদ করে জানানো হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠচক্রে দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়েও নজর রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস শুরুর বিষয়ে আলাদা ঘোষণা দেওয়া হবে।