সাজা মাথায় নিয়ে ঘুরছিলেন ধামাকার চেয়ারম্যান মোজতবা আলী
ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চেয়ারম্যান ডা. মোজতবা আলী ওরফে এম আলী শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। লক্ষ্মীপুরে প্রতারণা মামলায় ছয় মাসের সাজা মাথায় নিয়ে ঘুরে বেড়ালেও এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে অবশেষে ভুক্তভোগী গ্রাহকদের তৎপরতায় রাজধানীর ভাটারা থেকে আটক হন তিনি।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র দূতাবাসসংলগ্ন সড়কে মোজতবা আলীকে চিহ্নিত করে আটক করেন প্রতারিত গ্রাহকরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, মোজতবা আলীর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রাহকদের টাকা আত্মসাৎ মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে লক্ষ্মীপুর থানার পুলিশ আদালতের মাধ্যমে তাকে হস্তান্তর করবে।
জানা গেছে, ধামাকা শপিং গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৩ শত কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। এই ঘটনায় মোজতবা আলী ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা করেন প্রতারিত গ্রাহকরা।
এই ঘটনায় অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরিবার, চাকরি ও জীবনে বিপর্যয়ের মুখে পড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। মোজতবা আলীর গ্রেপ্তারকে তারা স্বস্তির খবর হিসেবে দেখছেন এবং পুরো প্রতারণা চক্রের বিচার দাবি করছেন।