আশুলিয়ায় স্কুলছাত্রীকে দোকানে ডেকে শারীরিক নির্যাতন, গ্রেফতার ৩

আশুলিয়ার ইয়ারপুর এলাকায় এক স্কুলছাত্রীকে দোকানে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে সমির (২৫), অভি (১৬) ও শুভ (১৭) নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে শাহীন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ভিকটিমকে ডেকে নেয় অভিযুক্তরা। পরে দোকানের ভেতরে তার ওপর নির্যাতন চালানো হয়।
ঘটনার পর ভোররাতে ভিকটিম থানায় অভিযোগ দিলে, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
পরে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।