মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোছা. রিচি ওরফে ফারিয়া (২৩), সোহাগ আকন (৩৪) ও মো. মামুন (৩১)। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীনগর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় রিচি, সোহাগ ও মামুনকে আটক করে শরীরে তল্লাশি চালিয়ে সমুদয় ইয়াবা পাওয়া যায়।
আজ শুক্রবার তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।