সিলেটের গোয়াইনঘাটে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১৫

সিলেটের গোয়াইনঘাটে দোকান ও বসতঘর দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে এ সংঘর্ষ ঘটে।
জানা গেছে, ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলাউদ্দিন পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। আদালতের এক আদেশের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই দোকান ঘর দখলে নিতে গেলে এ উত্তেজনা চরমে পৌঁছে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, চলে ইট-পাটকেল নিক্ষেপ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উত্তেজনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয় টেংনাগুল গ্রামের জামাল মিয়া দাবি করেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ১০টি দোকান দখল করে রেখেছিল আলাউদ্দিন পক্ষের লোকজন। কোর্টের আদেশ পেয়ে আমরা দোকান ঘরে ঢুকতেই তারা আমাদের ওপর হামলা চালায়।”
তিনি জানান, তাদের পক্ষের অন্তত ৫–৬ জন আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের ছেলে রুবেল আহমদ পাল্টা দাবি করে বলেন, “আমার চাচা আপ্তাব উদ্দিন ও অন্যরা দলিল মূলে বৈধ মালিক। আদালত উভয়পক্ষকে উচ্চ আদালতে যেতে বলেছিলেন। কিন্তু তা উপেক্ষা করে বাবুল মিয়া পক্ষ সন্ত্রাসী কায়দায় আমাদের দোকানে হামলা চালায়। এতে আমাদের ৮–১০ জন আহত হয়েছে।”
এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব আহমেদ বলেন, “দোকানঘর নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। আমাদের পুলিশি উপস্থিতিতে পরিস্থিতি শান্ত থাকলেও পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, পীরের বাজারে দোকান নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে আবার উত্তপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংঘর্ষে আহতদের অধিকাংশই বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।