সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি, জামাত ও এনসিপি ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির অস্থায়ী কার্যালয় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত উদ্দিন স্কোয়ারে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া,এডভোকেট আহাদ জুয়েল লিয়াকত আলী,আলী শেরওয়ান রিপন প্রমুখ।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি হয়েছে। জামাত ও এনসিপি সকল অপকর্মের দায় বিএনপি লর উপর চাপাতে চাইছে। নিজেরা ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার তবে বিএনপি সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশে শান্তি ফিরিয়ে আনবে