ম্যানসিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে চমক আল হিলালের!

বিশ্ব ফুটবলে সৌদি আরবের আধিপত্য বাড়ছে—সেই প্রমাণ রাখল আল হিলাল। ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। ৭ গোলের এই রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হেসেছে সৌদি চ্যাম্পিয়নরা।
দিনের শুরুতে ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখায় ফ্লুমিনেন্স। কিন্তু দিনের সবচেয়ে বড় বিস্ময় রেখে দেয় আল হিলাল। বলের দখল, আক্রমণ ও সুযোগ—সব দিক থেকেই সিটির দাপট থাকলেও আল হিলাল ছিল কার্যকর ও নির্মম।
ম্যাচের ঝলক:
৯ মিনিটে বের্নার্দো সিলভার গোলের মাধ্যমে এগিয়ে যায় ম্যানসিটি।
বিরতি পর্যন্ত ১-০ পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ৪৬ ও ৫২ মিনিটে মালকম ও লিওনার্দোর গোলে ২-১ তে এগিয়ে যায় আল হিলাল।
৫৫ মিনিটে হালান্ডের গোলে সমতা ফেরায় সিটি।
অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে কুলিবালির হেডে আবারও লিড নেয় আল হিলাল (৩-২)।
ফিল ফোডেন গোল করে ৩-৩ করেন, কিন্তু ম্যাচের ফয়সালা হয় ১১২ মিনিটে—লিওনার্দোর দ্বিতীয় গোল থেকে, যেটি আসে মিলিনকোভিচ সাভিচের হেড থেকে ছিটকে আসা বল ধরে।
ম্যানসিটির প্রচুর সুযোগ এলেও আল হিলালের রক্ষণভাগ ও গোললাইন সেভ বারবার তাদের হতাশ করে। বনো, লাজামি, কুলিবালির মতো রক্ষকদের দৃঢ়তায় শেষ পর্যন্ত সৌদি জায়ান্টরা জয় নিয়ে মাঠ ছাড়ে।
পরবর্তী ধাপ:
কোয়ার্টার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।