সব গুঞ্জন থামিয়ে সৌদি প্রো লিগেই থাকছেন রোনালদো, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ

মধ্যপ্রাচ্য ছাড়ার জোর গুঞ্জন চলছিল। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাবের আগ্রহের খবরও ঘুরছিল সংবাদমাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে যাচ্ছেন সৌদি প্রো লিগেই। ক্লাব বিশ্বকাপের দলগুলোর আগ্রহকেও ফিরিয়ে দিয়েছেন তিনি।
গত ২৫ জুন আল-নাসর ক্লাব ঘোষণা করে, রোনালদোর সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করা হয়েছে। অর্থাৎ ৪২ বছর বয়স পর্যন্ত সৌদিতেই দেখা যাবে ফুটবল ইতিহাসের অন্যতম এই কিংবদন্তিকে।
প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন রোনালদো আল-নাসরের একটি ভিডিও বার্তায় রোনালদো বলেন,
“ক্লাব বিশ্বকাপের জন্য কয়েকটি ক্লাব প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সাড়া দিইনি। আমার বিশ্রাম প্রয়োজন, কঠোর অনুশীলনের দরকার। সামনে লম্বা একটা মৌসুম। আমি চাই নিজেকে প্রস্তুত রাখতে — শুধু আল-নাসরের জন্য নয়, জাতীয় দলের জন্যও।”
রোনালদোর বক্তব্যে স্পষ্ট, তার চোখ এখন ২০২৬ ফিফা বিশ্বকাপে। নেশন্স লিগে পর্তুগালকে শিরোপা জেতানো রোনালদো এখনও ছন্দে আছেন — গোল করছেন, দলকে জেতাচ্ছেন, এবং নিজের স্বপ্নটাও ধরে রেখেছেন।
সৌদি আরবে যোগ দেওয়ার পরও এখনও লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। সেটিই এখন বড় লক্ষ্য। তিনি বলেন,
“গত মৌসুমের পারফরম্যান্সে আমি মোটেও খুশি নই। তবে অতীত ভুলে যেতে চাই। ক্লাব ও ভক্তদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। আমি এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব।”
আল-নাসরের হয়ে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। এর মধ্যে শুরুর আড়াই বছরের মধ্যেই সৌদির মাঠে নিজের অস্তিত্ব গড়ে তুলেছেন তিনি। এবার লক্ষ্য— সাফল্যের শিরোপা হাতে তোলা।