জোবায়ের হত্যার এক বছরেও গ্রেপ্তার হয়নি আসামি, চিলমারীতে বিক্ষোভ

জুলাই আন্দোলনের সংগঠক কুড়িগ্রামের চিলমারীর মেধাবী ছাত্র জোবায়ের হত্যার এক বছর অতিবাহিত হলেও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। তাই দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সহযোদ্ধা, স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চিলমারী উপজেলা পরিষদের সামনে দুই ঘন্টাব্যাপী প্রধান সড়ক অবরোধ করে এ মানববন্ধন করেন তারা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বক্তারা। পরে স্থানীয় পুলিশ প্রশাসন গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
গত বছরের ১৯ জুলাই রাতে নিখোঁজ হওয়ার এক দিন পর জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়ের আমিনের মরদেহ পাওয়া যায় ব্রহ্মপুত্র নদের চিলমারী ঘাটের পাশে। ওইদিনই পরিবারের পক্ষ থেকে জোবায়ের আমিনের দুই বন্ধু সাইনান স্বচ্ছ ও ইউসুফ আহম্মেদ জায়েদের নাম উল্লেখসহ ছয়-সাতজন অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করে জোবায়ের পিতা চিলমারী মন্ডল পাড়াগ্রামের বাসিন্দা আব্দুল জলিল আমিন। বর্তমানে মামলাটি পিবিআই এর তদন্তাধীন রয়েছে।