লালমনিরহাটে টিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যামিনী কান্ত রায় (৪০) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন কাঠমিস্ত্রী আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যামিনী কান্ত রায় একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের মৃত হেদল চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন—জগদীশ (৩০), রাশেদ (৩৫) ও সুজন (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যামিনী কান্ত রায় দিনমজুর হিসেবে ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন। ঘরের পুরাতন টিন খুলতে গিয়ে একটি টিন বিদ্যুৎ লাইনের তারে লেগে যায়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে মারা যান।
এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসা অপর তিন কাঠমিস্ত্রীও বিদ্যুতায়িত হয়ে আহত হন। তবে স্থানীয়দের প্রচেষ্টায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।