শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ হারানো শিক্ষক মাহেরীনকে শ্রদ্ধা জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান। বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান তিনি। বুধবার সকাল ১০টায় জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়ায় মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে উপস্থিত হয়ে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান মাহেরীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তিনি আমাদের সমাজের জন্য অনুকরণীয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাহেরীন চৌধুরীর পরিবারের সদস্যরা।
মাহেরীন চৌধুরী নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী গ্রামের মৃত মাহিতুর রহমানের মেয়ে এবং নীলফামারী জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন।
নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী গ্রামের মৃত মাহিতুর রহমানের মেয়ে মরহুমা মাহেরীন চৌধুরী রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী) ছিলেন।
সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লে প্রতিষ্ঠানে আটকে পড়া ছেলেমেয়েদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন এবং এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।