গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের হরিকেশ মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মো. শাহজাহান মিয়া, সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ নুর বখ্ত, সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, ডা. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানসহ অনেকে।
এখানে বক্তারা বলেন গাজায় যে গণহত্যা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসাথে ইসরাইলকে বিচারের আওতায় আনতে হবে। সেইসাথে গণহত্যায় সমর্থনকারী সকল রাষ্ট্র ও রাষ্ট্র প্রধানকে বিচারক আওতায় আনতে হবে। এসময় ইসরায়েলের সকল পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর ঘুরে উপজেলা মডেল মসজিদের সামনে সমাবেশ করে।
এর আগে সকালে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে কুড়িগ্রাম শাপলা চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।