সীমান্তে দুই বাংলাদেশি ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা ২ ভারতীয় আটক

দিনাজপুরের বিরল সীমান্তে ফের উত্তেজনা। সীমান্তবর্তী এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে হস্তান্তর করেছে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) হেফাজতে। ঘটনাটি ঘটে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে, জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পসংলগ্ন মল্লিকপুর কারুলিয়াপাড়া ৩২০/৯-এস নম্বর পিলার এলাকায়।
বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশিরা হলেন—ধর্মজৈন গ্রামের এনামুল হক (৪৫) এবং বনগাঁও গ্রামের মো. মাসুদ রানা (২২)। অন্যদিকে গ্রামবাসীর হাতে আটক ভারতের দুই নাগরিক হলেন—অবিনাশ (২০) ও ক্ষিতিস (৩০)। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূর ইসলাম বলেন,দুপুরে সীমান্ত থেকে দুইজন বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী ভারতের দুজন নাগরিককে ধরে আনে। বিজিবি-বিএসএফ দুই দফা কথাবার্তা বলেছে। বিএসএফ আশ্বাস দিয়েছে তাদের ফেরত দেওয়ার বিষয়ে।"
এদিকে বিরল থানার ওসি মো. আব্দুস সবুর গণমাধ্যমকে জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আধিকারিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে বর্তমানে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে, যা এই উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, কৃষিকাজের জন্য সীমান্তসংলগ্ন এলাকায় প্রবেশ করা প্রায়শই সাধারণ ঘটনা। তবে বিএসএফ কর্তৃক এভাবে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া সীমান্ত এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি করছে।