গণগ্রন্থাগার অধিদপ্তরে ৯৩টি পদে নিয়োগ, আবেদন শুরু ৪ আগস্ট

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তর ৯৩টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ আগস্ট থেকে এবং শেষ হবে ২ সেপ্টেম্বর বিকেল ৫টায়।
নিয়োগকৃত পদের ধরন ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ৯টি
২. টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার): ১টি
৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ১টি
৪. পাঠকক্ষ সহকারী: ২টি
৫. রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট: ৩টি
৬. হিসাবরক্ষক: ৬টি
৭. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ২৩টি
৮. লাইব্রেরি সহকারী: ৩টি
৯. ডাটা এন্ট্রি অপারেটর: ২৩টি
১০. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ১টি
১১. ক্যাশিয়ার: ১টি
১৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি
১৪. ড্রাইভার: ১টি
১৫. ডেসপাচ রাইডার: ১টি
১৬. অফিস সহায়ক: ৬টি
১৭. অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী: ৮টি
বেতন স্কেল ও গ্রেড:
বেতন স্কেল গ্রেড ১৩ থেকে ২০ পর্যন্ত ভিন্ন ভিন্ন, সর্বোচ্চ বেতন ২৬,৫৯০ টাকা পর্যন্ত।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর (১ জুলাই ২০২৫ তারিখে)।
আবেদন ফি:
গ্রেড ১৩-১৬ পর্যন্ত পদের জন্য ১১২ টাকা
গ্রেড ১৮-২০ পর্যন্ত পদের জন্য ৫৬ টাকা
অগ্রসর শ্রেণির জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে http://dpl.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে।
অবশ্যই, আবেদন ও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া জরুরি।