চুয়াডাঙ্গায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সাহিত্যমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি ও জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় রেমিট্যান্স যোদ্ধা আমেরিকা প্রবাসী আনসার আলী ও জর্ডান প্রবাসী পারভীন আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,যারা বিদেশে যেতে আগ্রহী তারা বিদেশে যাবার আগে জেলা পর্যায়ে অফিসে যোগাযোগ করবেন। যে সকল দক্ষ কর্মী বিদেশে যান তারা বেশী বেতনে চাকরী করেন। অদক্ষ জনশক্তি বিদেশে গেলে কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে । বিদেশে যাওয়ার আগে দালালদের কাছে টাকা দেবেন না। সরকারী অফিসে এসে যোগাযোগ করবেন।