জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত হচ্ছেন শাহরুখ খান

তিন দশকেরও বেশি সময় বলিউড মাতানোর পর অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পাচ্ছেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাঁকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কৃত করা হচ্ছে বলে এক্সক্লুসিভভাবে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা।
সূত্র জানায়, শুক্রবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পুরস্কারপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত সুপারহিট সিনেমা ‘জওয়ান’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসা কুড়িয়েছেন শাহরুখ। এই ছবির মাধ্যমে সামাজিক বার্তা ও কমার্শিয়াল বিনোদনের এক অভিনব মিশেল তুলে ধরেন তিনি। পারফরম্যান্সের গভীরতা, সংলাপের শক্তি এবং চরিত্রায়নের পরিপক্বতা এবার তাঁকে এনে দিল বহু কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেকের পর ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘মাই নেম ইজ খান’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো বহু ক্লাসিক সিনেমায় দুর্দান্ত অভিনয় করলেও এতদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অধরাই ছিল তাঁর জন্য। ‘জওয়ান’-এর মাধ্যমে সেই অধ্যায় অবশেষে শেষ হচ্ছে।
২০২৩ সাল ছিল শাহরুখ খানের ক্যারিয়ারে একটি নতুন বাঁক। এক বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই তিনটি সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই ছবিগুলোর সম্মিলিত আয় ভারতে ছাড়ায় প্রায় ১৩০০ কোটি রুপি, আর বিশ্বব্যাপী সংগ্রহ ২৫০০ কোটিরও বেশি। বক্স অফিসে সফলতা এবং সমালোচকদের প্রশংসা—দুই-ই অর্জন করেছেন তিনি।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে। ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হবে তাঁর মেয়ে সুহানা খানের। বাবা-মেয়ের যুগলবন্দিতে বলিউডে আরও এক নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।