বস্ত্র অধিদপ্তরে ১৮ পদে ১৯০ জনকে নিয়োগের সুযোগ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৮টি পদে ১৯০ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ৪ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন এবং শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫।
বিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগ দেয়া হবে। প্রধান কিছু পদ হলো:
১. কম্পিউটার অপারেটর (৬টি) — বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
২. টেইলার মাস্টার (৬টি) — মাধ্যমিক ভোকেশনালসহ ড্রেসমেকিং কোর্স এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৩. উচ্চমান সহকারী (৯টি) — স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. আর্টিস্ট ডিজাইনার (৩টি) — টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা।
৫. প্যাটার্ন ডিজাইনার (৫টি) — ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টসে ডিপ্লোমা ও বাস্তব অভিজ্ঞতা।
৬. টেকনিক্যাল এসিসট্যান্ট (১৭টি) — মাধ্যমিক ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস।
৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২০টি) — উচ্চ মাধ্যমিক পাস।
৮. ম্যাকানিক্স (১৭টি) — মাধ্যমিক পাস ও ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
এছাড়া আরও নানা পদে আবেদন করার সুযোগ রয়েছে। বয়সসীমা ৪ আগস্ট ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত নির্ধারিত হয়েছে।
আবেদন ফি ১ থেকে ১৩ নং পদে ১১২ টাকা এবং ১৪ থেকে ১৮ নং পদে ৫৬ টাকা নির্ধারিত, যা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বস্ত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://motj.gov.bd থেকে দেখতে পারবেন।