প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে দেশের ৬৫ হাজার ৫০২টি অনুমোদিত প্রধান শিক্ষকের পদে প্রায় অর্ধেক শূন্য রয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক জানান, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণ করতে কাজ শুরু হয়েছে।
বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে ৩১ হাজার ৩৯৬ জন কর্মরত থাকলেও ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে। শূন্য পদগুলোর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৬৪৭টি পদ রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ সংরক্ষণ রেখে বাকি ২ হাজার ৩৮২টিতে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা পাঠানো হয়েছে, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এছাড়া সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে পদোন্নতির মাধ্যমে আরও ৩১ হাজার ৪৫৯টি পদ পূরণ করা হবে, যা জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত সিভিল আপিল মামলার নিষ্পত্তি হওয়ার পর কার্যকর হবে।
মন্ত্রণালয় আশা করছে, এসব পদ পূরণের ফলে প্রাথমিক বিদ্যালয়ের জনবলের ঘাটতি কমে শিক্ষা কার্যক্রমের মান ও গতিশীলতা বৃদ্ধি পাবে।