বিশেষ বিসিএস: দ্রুত সময়েই শিক্ষক নিয়োগ চায় সরকার

সরকার দ্রুত সময়ের মধ্যেই শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ বিসিএস (৪৯তম) সম্পন্ন করতে চায়। চিকিৎসক নিয়োগের জন্য পরিচালিত ৪৮তম বিশেষ বিসিএসের মতো এটিও সরকারের বিশেষ গুরুত্বের তালিকায় রয়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।
পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দ্রুত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে পিএসসির একটি বিশেষ দল কাজ শুরু করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার এক যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পরপর দুটি বিসিএস নিয়ে সরকার চিকিৎসক ও শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দিচ্ছে। চিকিৎসক নিয়োগ শেষ হওয়ার পরপরই শিক্ষক নিয়োগে গতি আসবে। ডিসেম্বরের মধ্যেই উভয় নিয়োগ সম্পন্ন করে পদায়নের পরিকল্পনা রয়েছে।”
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ইতোমধ্যে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২২ জুলাই ২০২৫ থেকে এবং আবেদন চলবে ২২ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে।
বয়সসীমা: ২০২৫ সালের ১ জুলাই অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
পরীক্ষার কাঠামো: এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। ফি টেলিটক মোবাইলের মাধ্যমে দুটি এসএমএসে পরিশোধ করতে হবে।
পিএসসি ইতোমধ্যে পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করেছে। এতে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও ৩৬টি পদসংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রয়েছে:
বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, শিক্ষা, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কৃষি, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
কারিগরি সহায়তা
অনলাইন আবেদন সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ:
০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১, ০১৫৫৫৫৫৫১৫২ (সকাল ১০টা - বিকাল ৪টা পর্যন্ত)
ই-মেইল: bpsc@teletalk.com.bd