বাংলাদেশ রেলওয়েতে ‘পয়েন্টসম্যান’ পদে ৫৬৮ জনের নিয়োগ, যোগদান ৬ আগস্টের মধ্যে

বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত ‘পয়েন্টসম্যান’ পদে ৫৬৮ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। রেলওয়ের বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৮তম গ্রেডে বেতন পাবেন, যা ৮,৮০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২১,৩১০ টাকা পর্যন্ত যেতে পারে। নিয়োগপ্রাপ্তদের প্রথম দুই বছর শিক্ষানবিশ হিসেবে গণ্য করা হবে।
যোগদানের সময় জমা দিতে হবে যেসব কাগজপত্র:
১. পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি
২. আবেদনপত্রের কপি
৩. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
৪. শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নিয়োগ কার্যকর হবে কেবল স্বাস্থ্য পরীক্ষার সনদ ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে। কোনো প্রার্থীর কাগজপত্র ভুয়া বা অসত্য প্রমাণিত হলে তার নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
যোগদানের স্থান:
মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম
মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী
নিয়োগপ্রাপ্তদের আগামী ৬ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিজ নিজ নিয়োগস্থানে যোগদান করতে হবে।