৩০ ও ৩১তম বিসিএসে অনিয়মের অভিযোগ: পিএসসির সুপারিশ ছাড়া অবৈধ ক্যাডারে ৪১ জন নিয়োগ

গত কয়েক বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ৩০তম ও ৩১তম বিসিএস পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ ছাড়াই ৪১ জনকে বিভিন্ন ক্যাডার পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২৯তম বিসিএসে ২১ জনকে অবৈধভাবে ক্যাডারে নিয়োগ দেওয়ার বিষয়টিও তদন্তাধীন রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিএসসির নন-ক্যাডার তালিকায় থাকা এসব কর্মকর্তাদের পরে আলাদা গেজেট প্রকাশের মাধ্যমে বেআইনিভাবে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৩০তম বিসিএসের অধীনে ১৮ জন নারী এবং ৩১তম বিসিএসে ২৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সময়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত আলাদা গেজেট জারি করা হয়, যা মূলত মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
সূত্র জানিয়েছে, ওই সময়ে উচ্চপর্যায়ের কিছু সরকারি কর্মকর্তা ও পিএসসির সদস্যরা এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় জড়িত ছিলেন এবং এই অনিয়মের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। অনিয়মে নিয়োগপ্রাপ্ত অনেকেই পরে গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেয়ে আছেন এবং তাদের রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে এসব পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের তালিকা উল্লেখযোগ্য
৩০তম বিসিএস (২০১২):
প্রশাসন ক্যাডারে: নাসরিন আক্তার, রুবাইয়াৎ ফেরদৌসী, সুবর্ণা রানী সাহা, পারভীন সুলতানা
পুলিশ ক্যাডারে: মোছা. সুলতানা রাজিয়া, শামিমা নাসরিন
নিরীক্ষা ও হিসাব ক্যাডারে: পাপিয়া মনোয়ারা, শর্মীলা নাজনীন
আনসার ক্যাডারে: হোসনে আরা হাসি, মৌসুমী আক্তার
পরিবার পরিকল্পনায়: ইন্দ্রানী দেবনাথ, সাহেদা হোসেন, কাজী মমতাজ বেগম
তথ্য ক্যাডারে: শামীমা ইয়াসমীন স্মৃতি, উম্মে ফারহানা হোসেন শিমু, শাহিদা মঞ্জুরী, জিনাত আরজু মুক্তা
শুল্ক ও আবগারি: জুবাইদা খানম
৩১তম বিসিএস (২০১৩):
প্রশাসন ক্যাডারে: এইচএম সালাউদ্দিন মনজু, এসএম সাদিক তানভীর, সাঈকা সাহাদাত, একেএম হেদায়েতুল ইসলাম, সোহেল রানা, মোছা. আকতারুন নেছা, সুপ্রিয়া চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, শিরিন আক্তার, মোছা. রওনক জাহান, মাহফুজা সুলতানা
পুলিশ ক্যাডারে: খায়রুল হাসান, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আমরীন খায়রুল, মো. শরিফুল আলম, মাহবুবুল হক সজীব, সুদীপ দাস
ইকোনমিক ক্যাডারে: মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক হাওলাদার, মো. ফজলুর রহমান
তথ্য, কর ও পরিকল্পনায়: মাসুম বিল্লাহ, মো. রকিবুল হাফিজ, মোহাম্মদ মিজানুর রহমান
২০০৯ সালে ক্ষমতায় আসার পর ২৯তম বিসিএসে ২১ জন নন-ক্যাডারকে অবৈধ ক্যাডারে নিয়োগ দেওয়ার ঘটনা দুদকের তদন্তাধীন রয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান যুগান্তরকে জানান, পিএসসির সুপারিশ ছাড়া কাউকে ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়া আইনত সম্ভব নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মনসুর হোসেন বলেন, পিএসসি চূড়ান্ত সুপারিশের পর নন-ক্যাডার তালিকা থেকে কাউকে ক্যাডার তালিকায় স্থানান্তর করার কোনো বিধান নেই।