সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ দেবে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোর (Army Education Corps)-এ জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগামী ২২ জুলাই (মঙ্গলবার) থেকে ২১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কেবল পুরুষ অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যোগ্যতা
শিক্ষাগত: স্নাতক/সমমান ডিগ্রি (বিএ/বিএসসি/বিকম)। শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি বা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
সিজিপিএ: স্নাতকে কমপক্ষে ২.০০ (৪.০০ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ (৫.০০ এর মধ্যে)।
শারীরিক যোগ্যতা:
১. উচ্চতা: ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
২. ওজন: ৪৯.৯০ কেজি
৩. বুক: ৩০-৩২ ইঞ্চি (স্বাভাবিক-স্ফীত)
৪. সাঁতার: ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানতে হবে।
৫. বয়স: ৫ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
৬. বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি হলে আবেদন বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে)।
আবেদন প্রক্রিয়া
অনলাইন আবেদন: http://army.teletalk.com.bd
টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ১৬২২২ নম্বরে ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
বাছাই প্রক্রিয়া
প্রাথমিক বাছাই (মেডিকেল ও মৌখিক): নির্ধারিত তারিখে সকাল ৮টায় নিজ জেলার সেনানিবাসে উপস্থিত থাকতে হবে।
লিখিত পরীক্ষা:
তারিখ: ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার), সকাল ৯টা
স্থান: শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস
বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান
পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে।
মোবাইল ফোন আনা নিষিদ্ধ।
লিখিত পরীক্ষার ফল: ডিসেম্বর ২০২৫-এর শেষ সপ্তাহে সেনাবাহিনীর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রশিক্ষণ
নিযুক্ত প্রার্থীদের ১২ সপ্তাহ মৌলিক সামরিক প্রশিক্ষণ ও ১৯ সপ্তাহের বেসিক কোর্স সম্পন্ন করতে হবে।