আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি: আরবি প্রশিক্ষক পদে নিয়োগ

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (জেনারেল ব্যাকগ্রাউন্ডের) শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা শিক্ষাদান কার্যক্রম সম্প্রসারণে প্রশিক্ষক নিয়োগ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
পদের নাম: আরবি ভাষা প্রশিক্ষক
পদসংখ্যা: ৩ জন
বেতন ও সুবিধাদি:
বেতন ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনাসাপেক্ষে নির্ধারিত)।
অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে:
বার্ষিক বেতন পর্যালোচনা
বছরে দুটি উৎসব বোনাস
প্রভিডেন্ট ফান্ড
কর্মঘণ্টা: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা (ফুলটাইম)
যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা/তাখাসসুস ডিগ্রি
২. দাওরায়ে হাদিস/স্নাতক (মুমতাজ/CGPA ৩.০০ বা সমতুল্য)
৩. আরবি ভাষা ও ব্যাকরণে পারদর্শিতা
৪. কথ্য ও লিখিত আরবিতে সাবলীলতা
৫. সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ১ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা
মূল দায়িত্বসমূহ:
১. বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের আরবি ভাষা শেখানো
২. আধুনিক ও ফলপ্রসূ পদ্ধতিতে পাঠদান
৩. শিক্ষার্থীদের আরবি বলার, লেখার ও বোঝার দক্ষতা বাড়ানো
৪. কার্যকর টিচিং মেথড প্রয়োগ
৫. পর্যবেক্ষণ ও গাইডলাইন প্রদান
৬. প্রয়োজনীয় ভাষা শিক্ষাসামগ্রী ও টুলস ব্যবহার
৭. ভাষাদক্ষতা বৃদ্ধিতে এক্সট্রা-কারিকুলার কার্যক্রম
৮. প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ
ভাইভা সংক্রান্ত নির্দেশনা:
১. আবেদন যাচাই করে নির্বাচিতদের ভাইভায় আমন্ত্রণ জানানো হবে
২. এক সপ্তাহ আগে নির্ধারিত পাঠ্য উপকরণ সরবরাহ করা হবে
৩. ভাইভা সেই উপকরণের আলোকে অনুষ্ঠিত হবে
ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. সর্বশেষ শিক্ষাগত সনদ বা রেজাল্ট শিট
২. আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে প্রশিক্ষণের সনদ (যদি থাকে)
৩. শিক্ষকতা অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
৪. আরবি ভাষায় বক্তৃতা/লেখার নমুনা (যদি থাকে)
৫. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি
৬. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
৭. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
ভাইভার তারিখ: ৩০ জুলাই, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই, ২০২৫
আবেদন করতে এখানে ক্লিক করুন