ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, তেলআবিবে ফ্লাইট সাময়িক বন্ধ

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ইয়েমেন থেকে নতুন একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রোববার (৬ জুলাই) সকালে এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতা সাইরেন বাজে এবং সাময়িকভাবে বন্ধ রাখা হয় তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট।
ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথেই প্রতিহত করা হয়েছে। তবে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানায়, জেরুজালেমের (দখলকৃত কুদস) কাছে বেইত শেমেশ শহরের আশপাশে বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়।
হুথিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য নেই
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে এই হামলাকে গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনি পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
ফ্লাইট স্থগিত ও সাইরেন
আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরই সতর্কতা হিসেবে তেলআবিব বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একইসঙ্গে মধ্যাঞ্চল ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়।
ক্রমবর্ধমান হামলার ধারাবাহিকতা
এর আগে গত বৃহস্পতিবারও ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। সেগুলোও রাডারে শনাক্ত করে প্রতিহত করার দাবি করা হয়।
গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনি হুথি বাহিনী একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব হামলার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করাই তাদের উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: মেহের নিউজ, আল জাজিরা, এনডিটিভি, পিটিআই