তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে গুগলের সতর্কতা ব্যবস্থা ব্যর্থ হয়েছিল: স্বীকার করলো প্রতিষ্ঠানটি

২০২৩ সালে তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের সময় গুগলের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা প্রত্যাশামতো কাজ করেনি বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৮ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কে প্রথম ৭.৮ মাত্রার ভূমিকম্প এবং পরে আরও একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয় এবং ধ্বংস হয় হাজার হাজার ভবন।
গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট (এইএএ) সিস্টেমের মাধ্যমে কেন্দ্রস্থল থেকে ৯৮ মাইল এলাকার এক কোটি মানুষকে জরুরি সতর্কতা পাঠানো সম্ভব ছিল। এই সতর্কতা নির্ভুলভাবে পৌঁছালে মানুষকে ৩৫ সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া যেত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য। কিন্তু বাস্তবে গুগল মাত্র ৪৬৯টি ‘ইমার্জেন্সি অ্যালার্ট’ পাঠিয়েছিল বলে জানায় প্রতিষ্ঠানটি।
গুগল আরও জানায়, প্রায় পাঁচ লাখ মানুষকে “সতর্ক থাকুন” ধরনের নিম্ন-স্তরের বার্তা পাঠানো হয়েছিল, যা খুব শক্তিশালী কাঁপুনি না হলে ডিভাইসে চোখে পড়ার মতোভাবে প্রদর্শিত হয় না। অনেক ডিভাইসে সেটি "ডু নট ডিস্টার্ব" মোড থাকলে শব্দও করেনি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব সতর্কতা সাধারণত “জীবন-ঝুঁকিপূর্ণ কাঁপুনি” শনাক্ত হলে পাঠানো হয়— তা এ ঘটনায় কার্যকরভাবে সক্রিয় হয়নি।
প্রযুক্তিগত এই ব্যর্থতার স্বীকৃতি দিয়ে গুগলের এক মুখপাত্র বলেন: “প্রতিটি ভূমিকম্পের পর আমরা আমাদের প্রযুক্তিকে আরও উন্নত করার চেষ্টা করি। এই ক্ষেত্রেও তাই করছি।”
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পেলেও তা জীবন রক্ষার জন্য যথেষ্ট হতে পারে। তাই এমন গুরুত্বপূর্ণ প্রযুক্তির ব্যর্থতা ভবিষ্যতে আরও প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে বলেও মন্তব্য এসেছে।