অত্যধিক পর্যটন ঠেকাতে বার্সেলোনায় দুটি ক্রুজ টার্মিনাল বন্ধের সিদ্ধান্ত

অত্যধিক পর্যটনের চাপ মোকাবিলায় স্পেনের পর্যটননির্ভর শহর বার্সেলোনা কঠোর পদক্ষেপ নিয়েছে। শহরের স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা দুটি ক্রুজ-শিপ টার্মিনাল স্থায়ীভাবে বন্ধ করে দেবে—যার ফলে শহরে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত ক্রুজ বন্দর বার্সেলোনায় প্রতিবছর লক্ষাধিক পর্যটক জাহাজে করে আসেন। এ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন যে, অতিরিক্ত পর্যটন শহরের অবকাঠামো, পরিবেশ এবং জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করছে।
শহরের বামপন্থী মেয়র জাউমে কলবোনির নেতৃত্বে নতুন প্রশাসন এ সমস্যা সমাধানে আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে। টার্মিনাল দুটি বন্ধ হয়ে গেলে ক্রুজ জাহাজের ধারণক্ষমতা প্রায় ৩৩ শতাংশ কমে যাবে। এতে শহরের বায়ুদূষণ, জনসমাগম এবং চাপ অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ সিদ্ধান্তে অনেক স্থানীয় বাসিন্দা স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে তারা পর্যটন-জনিত সমস্যা মোকাবিলায় আন্দোলন করে আসছিলেন। তবে, বিপরীতমুখী প্রতিক্রিয়া এসেছে পর্যটনশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের কাছ থেকে। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্ত বার্সেলোনার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ কেবল ক্রুজ শিল্প থেকেই শহরটি প্রতিবছর প্রায় ১ বিলিয়ন ইউরো আয় করে।
শহর কর্তৃপক্ষ বলছে, তারা পর্যটনের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় সংস্কৃতি, পরিবেশবান্ধব পরিবহন এবং টেকসই পর্যটন উন্নয়নের দিকে এগোতে চায়। ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ এবং কম-দূষণকারী যানবাহনের ব্যবহার বৃদ্ধি এই পরিকল্পনার অংশ।
এই সিদ্ধান্তের মাধ্যমে বার্সেলোনা এক ধরনের বৈশ্বিক নজির অনুসরণ করছে। ইতিমধ্যে ভেনিস, আমস্টারডাম ও ডাবলিনসহ বিশ্বের বহু শহর অত্যধিক পর্যটনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কঠোর নীতি গ্রহণ করেছে।